অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল নারায়নগঞ্জের অফিস কক্ষের উদ্ধোধন
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল নারায়নগঞ্জের অফিস কক্ষের সৌন্দর্য বর্ধন ও আধুনিকীকরনের উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (১১ মে) বেলা সাড়ে এগারোটায় ফতুল্লা থানার দ্বিতীয় তলায় অবস্থিত এ অফিস কক্ষের সৌন্দর্য বর্ধন ও আধুনিকীকরনের উদ্ধোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)।
সৌন্দর্য বর্ধন ও আধুনিকীকরণের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোহাম্মদ নাজমুল হাসানের ভূয়সী প্রশাংসা করে ধন্যবাদ জানান পুলিশ সুপার। উদ্ধোধন শেষে তিনি থানা কম্পাউড পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোহাম্মদ নাজমুল হাসান, ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান, পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম,পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানাসহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন