নৌকার মনোনয়ন পাওয়ায় রাস্তায় সেজদা জানিয়ে শুকরিয়া আদায় করলেন সোহাগ রনি সমর্থক
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ মোহাম্মদ সোহাগ রনি নৌকার মনোনয়ন পাওয়ার সংবাদ শুনে নেতাকর্মীদের নিয়ে রাস্তায় সেজদা জানিয়ে আল্লাহ তায়ালা কাছে শুকরিয়া আদায় করেন।
শুক্রবার(১৩ মে) রাতে ধানমন্ডি ৩ নম্বার থেকে মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাকে নৌকার মনোনয়ন দেয়ায় আনন্দ আত্মহারা হয়ে নেতাকর্মীদের নিয়ে রাস্তায় সেজদায় লুটিয়ে পড়েন শাহ মো. সোহাগ রনি।
শুক্রবার বিকেলে মনোনয়ন বোর্ডের সভা বসে গনভবনে। সেখানে দেশের অন্যান্য পৌরসভা ও অন্যান্য ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন দেন দলের সভানেত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের অন্যান্ নেতারা।
মনোনয়ন বোর্ডের সভা শেষে জানতে পারেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন শাহ মো.সোহাগ রনি। সে খবর শুনা মাত্র তার সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিল শেষে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায়ের জন্য নেতাকর্মীদের নিয়ে রাস্তায় সেজদাহ লুটে পড়েন সোহাগ রনি ও নেতাকর্মীরা। সেখানে আওয়ামীলীগের অন্য প্রার্থী ছিলেন দুইবারের সেখানে আওয়ামীলীগের অন্য প্রার্থী ছিলেন দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন