মোগরাপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হলেন যারা
আজকের সংবাদ ডেস্কঃ-সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন সদস্য পদে ৪১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দিয়েছেন।
মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমানের কার্যালয়ে তারা মনোনয়ন পত্র জমা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহাগ রনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, করিম আহাম্মেদ, সুরুজ মিয়া, রক্সি মিয়া।
উল্লেখ্য, আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন