প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইঞ্জিঃ মাসুমের শুভেচ্ছা
আজকের সংবাদ ডেক্সঃ- আজ ১৭ই মে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
এ বিশেষ দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এক বিবৃতিতে জানান ‘১৯৮১ সালে ১৭ই মে ছয় বছরের নির্বাসন শেষে প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে ফিরেন। ১৯৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময় শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানীতে অবস্থান করছিলেন। ১৯৮১ সাল পর্যন্ত তারা লন্ডন ও দিল্লিতে ছয় বছর নির্বাসিত জীবন কাঁটান। ১৯৮১ সালের ফেব্রুয়ারীতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে তাঁর অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি দেশে ফিরে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের হাল ধরেন।
তাঁর বুদ্ধিমত্তা, সাহসী মানসিকতা, দৃঢ় মনোবল ও সময় উপযোগী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ আওয়ামী লীগ ৪ বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ও দেশে গণতান্ত্রিক গতিধারা বিদ্যমান রয়েছে। তাঁর নেতৃত্বে দেশ আরও উন্নত, ডিজিটাল ও সমৃদ্ধশালী হবে বলে আশা রাখছি। এই বিশেষ দিনে আমি তাঁকে অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তাঁর সুস্থ্যতা সহ দীর্ঘায়ু কামনা করছি’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন