আ'লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনারগাঁয়ে ইঞ্জিঃ মাসুমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
জনিঃ-বিপুল উৎসা,উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,পরে সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড. সামসুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে উপস্থিত ছিলেন আ'লীগ নেতা মাহফুজর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সী,ডা.আবু জাফর চৌধুরী বিরু,রফিকুল ইসলাম নান্নু,নাসরিন সুলতানা ঝরা,লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান লায়ন বাবুল,এড.ফজলে রাব্বি,নুর জাহান,মাসুম বিল্লাহ প্রমূখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর দোয়া ও মোনাজাত শেষে কেকে কাটা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন