নাসিম ওসমানের কবর জিয়ারত ও জাপা নেতাদের সৌজন্য সাক্ষাত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা রোববার (১৯জুন) সকালে ঢাকার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার এর সাথে সাথে সৌজন্য সাক্ষাত করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
পরে দুপুরে মাসদাইর কবরস্থানে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর কবর জিয়ারত শেষে শহরের আমলাপাড়া এলাকায় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে তার বাস ভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় শেষে রাতে ফতুল্লায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এর কার্যালয়ে এসে সৌজন্য সাক্ষাত ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জাতীয় পার্টি নেতা আজিজুর রহমান বাদল, জেলা যুবসংহতির আহবায়ক রিপন ভাওয়াল, মহানগর সেচ্ছাসেবক পার্টির আহবায়ক ফয়সাল আহম্মেদ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন