নাঃগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আর এই সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) বন্দরের নবীগঞ্জ এলাকার সমরক্ষেত্রে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি দুই সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে সানাউল্লাহ সানু এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু নাঈম ইকবালের নাম ঘোষণা করা হয়েছে। সেই সাথে মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবে মুদাসিরুল হক দুলাল এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন