সোনারগাঁয়ে নির্মাণাধীন বাড়ি থেকে তালা ভেঙে ২ টন রড চুরি
সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পৌরসভা রাইজদিয়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে অভিনব কায়দায় তালা ভেঙে ২ টন রড চুরি করে নিয়ে যায় চোরচক্র। গত মঙ্গলবার (২৩জুন) রাত ১টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, রড চুরি ঘটনায় সময় প্রতিবশেী মোতালেব দেখে ফেললে অজ্ঞাত ৫-৬জন চোরচক্রটি তখন দ্রুত রড ভর্তি নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে প্রতিবেশী মোতালেব জানায়, রড ভর্তি গাড়ি নিয়ে চোরচক্রটি চলে যাচ্ছে তখন গাড়িটি ধরতে গেলে আমাকে ধাক্কা মেরে চলে যায়।
এ ব্যাপারে রডের মালিক সজীব বলেন, আমাদের এলাকায় একাধিক বার রড চুরির ঘটনা ঘটেছে আমার ধারণা সে চক্রটিই আমাদের নির্মাণাধীন বাড়ির রড চুরি করে নিয়ে গেছে আমি এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত চাই। আমার ধারণা আমাদের প্রতিবেশী এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তাই চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, রড চুরির ঘটনা একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয় হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন