সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় এমপি খোকার শোক
আজকের সংবাদ ডেস্কঃ- চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এমপি খোকা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।
উল্লেখ্য, শনিবার (৪ জুন ) আনুমানিক রাত ৯টার দিকে চট্টগ্রাম সীতাকুণ্ড এলাকায় অবস্থিত বেসরকারি বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। প্রথমে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। পরে রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। হঠাৎ একটি কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এ অগ্নিকাণ্ডে আজ রোববার (৫ জুন) সন্ধ্যা পর্যন্ত ৪৯ জনের মতো মৃত্যুর খবর পাওয়া গেছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন