মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে সোনারগাঁও সরকারী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
সোনারগাঁ প্রতিনিধি: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয় সরকারী কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (১৯ জুন) বেলা ১০টায় সোনারগাঁও সরকারী কলেজের প্রধান ফটক থেকে শুরু করে মোগরাপাড়া কাঁচা বাজার, মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া এলাকা হয়ে আবারো কলেজ ফটকে শেষ হয় শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের নেত্রী নূপুর শর্মা ও নাভীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছে। তাদের এমন কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা বিজেপির এসব নেতাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নভীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করলে ফুসে ওঠে পুরো মুসলিম বিশ্ব। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদে সরব হয়ে সকল ভারতীয় পণ্য বর্জন করেছে। বাংলাদেশেও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ ইসলামি দলগুলো এ কঠোর প্রতিবাদ জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন