জাপার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এমপি খোকার মাঠ পরিদর্শন
আজকের সংবাদ ডেস্কঃ আগামী ১৭ই জুন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে রোববার বিকেলে বন্দর সমরক্ষেত্র মাঠ পরিদর্শন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন,জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,জাতীয় পার্টি নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান বাদল,যুগ্ম আহবায়ক মোদাচ্ছেরুল হক দুলাল,মহানগর জাতীয় পার্টি সদস্য সচিব ও কাউন্সিলর আফজাল হোসেন, জাতীয় যুবসংহতি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক বাবু রিপন ভাওয়াল,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক ফয়সাল আহমেদ ভূইয়া,সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাপ্পুসহ স্হানীয় জাতীয় পার্টি নেতৃবৃন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন