মহানবীকে নিয়ে কটুক্তি করায় সোনারগাঁয়ে মানববন্ধন ও প্রতিবাদে
আজকের সংবাদ ডেস্কঃ-ভারতে বিজেপি’র মুখপাত্র কর্তৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির করার প্রতিবাদে শুক্রবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শায়খ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁ এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
এসময় বক্তারা বলেন,হযরত মোহাম্মদ (সাঃ) প্রতিটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। নবীকে নিয়ে কুটক্তি কোন মুসলমান মেনে নেবেনা। সরকারের কাছে আমাদের দাবী জাতীয় সংসদে এব্যাপারে অতি দ্রুত নিন্দা প্রস্তাব আনতে হবে। এবং ভারতের রাষ্ট্রদুতকে ডেকে এর প্রতিবাদ জানাতে হবে। বক্তারা কুটক্তিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য ভারত সরকারের কাছে দাবী জানান।
প্রতিবাদ সভায় শায়খ আবু তাওয়ামা সংসদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সালমান সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও ইমাম-উলামা ঐক্য পরিষদের মহাসচিব মুফতী সাঈদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামাল হুসাইন, মাওলানা মোশাররফ হুসাইন, ইমাম-উলামা ঐক্য পরিষদের বৈদ্যের বাজার ইউনিয়র শাখার সভাপতি মুফতি আনিসুর রহমান, ভাটিবন্দর দারুল উলুম মহিলা মাদ্রাসার মুহতামীম মুফতি মুজাহিদুল ইসলাম, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সোনারগাঁ সিরাতুম মুসতাকীম মাদ্রাসার মুহতামীম হাফেজ মোঃ আরিফুল ইসলাম খাঁন। এ
সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিতি ছিলেন, শায়খ আবু তাওয়ামা সংসদের সহ-সভাপতি মাওলানা ইউসুফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-মাহমুদ, মিডিয়া সম্পাদক মাওলানা রিফাত মাহমুদ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন