সোনারগাঁয়ে নির্বাচনী ব্রিফিং অতিরিক্ত পুলিশ সুপারের
আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে বুধবার অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আমীর খসরু।
সোনারগাঁ থানা মাঠ প্রাঙ্গণে মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ব্রিফিং হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আমির খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(খ-সার্কেল)শেখ বিল্লাল।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আমির খসরু দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশে বলেন, ‘নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র দায়িত্ব। এই পবিত্র দায়িত্ব সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে নিরপেক্ষভাবে পালন করতে হবে।’ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন ও সবার সঙ্গে ভদ্র ব্যবহার করে দৃঢ়ভাবে কাজ করতে তিনি সবার প্রতি আহবান জানান। এ ছাড়া কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে দ্রুত সিনিয়র অফিসার এবং কন্ট্রোলে যোগাযোগ করার নির্দেশ দেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন