পদ্মা সেতু উদ্বোধন : সোনারগাঁ থানা পুলিশের শোভাযাত্রা
মোঃ নুর নবী জনিঃ-আমার টাকা, আমার সেতু”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি থানা চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
অনুষ্ঠিত শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড.সামসুল ইসলাম ভূইয়া,যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার,যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা আ'লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদা আক্তার ফেন্সি,মোস্তাফিজুর রহমান মাসুম,রফিকুল ইসলাম নান্নু,এড.ফজলে রাব্বি,নাসরিন সুলতানা ঝরা,লায়ন মাহবুবুর রহমান বাবুল,জাহিদ হাসান জিন্নাহ, এড.নুরজাহান,যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আওয়ামীলীগ নেতা ফিরোজ মোল্লা ও মাসুম বিল্লাহসহ থানার সকল সদস্যবৃন্দ, স্থানীয় লোকজন ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন