সোনারগাঁয়ে নৌকা পোড়ানো ঘটনায় মামলা
আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপি নির্বাচনে প্রচারণার কাজে ব্যবহৃত নৌকা ও নির্বাচনী ক্যাম্পে পোড়ানোর অভিযোগে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন গোলজার হোসেন মিন্টু।
উল্লেখ্য গত ৬/৬/২০২২ইং রাতে মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, নৌকা পোড়ানোর ঘটনায় অজ্ঞাত আসামি করে একটি মামলা হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন