প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেল ইঞ্জিঃ মাসুম
জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও সংর্বধনা দেয়া হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুরস্থ তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ওই মিলাদ, দোয়া ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক ভূঁইয়া এর সভাপতিত্বে
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অভিভাবক সদস্য এম এ সালাম ভূঁইয়া,জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন,মুকুল ভুইয়া।
এসময় প্রধান অতিথি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য তার বক্তব্য বলেন, তোমরা ছাত্র-ছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। সুন্দর সুন্দর স্কুল কলেজ নির্মান হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি বলেন,তোমাদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে। তোমারা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছ তাদের জন্য আমি দোয়া করি তোমরা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পার। এবং শতভাগ পাশ করে এই স্কুলের নাম উজ্জল করতে পারো।
এসময় আরও উপস্থিতি ছিলেন,তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আহাদ,রাসেল সিরাজ,সেলিমুল ইসলাম,সাঈদুর রহমান,জিয়াউল হকসহ নির্বাচিত সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন