বন্দর সমরক্ষেত্রে শুক্রবার জাপার সম্মেলন, পরিদর্শনে এমপি লিয়াকত হোসেন খোকা
আজকের সংবাদ ডেস্কঃ:- নারায়ণগঞ্জের বন্দরে আগামীকাল শুক্রবার (১৭ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন। বন্দর সমরক্ষেত্রে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের ষ্টেজ পরিদর্শন করলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
উক্ত সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জাতিয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আফজাল হোসেনের সঞ্চিালনায় উক্ত সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এড. কাজী ফিরোজ রশীদ এম.পি, সৈয়দ আবু হোসেন বাবলা এম.পি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এম.পি, এড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, মশিউর রহমান রাঙ্গা এম.পি, লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, হিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এম.পি, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এম.পি, নাজমা আক্তার এমপি, এড. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অবঃ) রানা মোঃ সোহেল এম.পি, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান শেরিফা কাদের এম.পি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হোসেন মকবুল শাহরিয়ার আতিক, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.কে.এম আশরাফুজ্জামান খান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিম খান জুয়েল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা এস.এম আল জুবায়ের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন