সাবেক সাংসদ,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের মৃত্যুতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শোক
নিউজ ডেক্সঃ- জাতীয় পার্টি নাটোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সংসদ সদস্য, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান ও পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান সেন্টু (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ নাটোর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় এমপি খোকা ও বেলাল হোসেন বলেন, মজিবুর রহমান সেন্টু একজন দেশপ্রেমিক ও জনদরদী নেতা ছিলেন। তিনি আজীবন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শের ধারক ও বাহক ছিলেন। তাঁর মৃত্যু জাতীয় পার্টির জন্য এক অপূরণীয় ক্ষতি হলো তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহ পাক তাকে যেন জান্নাত বাসী করেন,আমীন ।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, নাতি,নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ মাগরিব নাটোরের কাতারি ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে নাটোর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন