আজ বাঙ্গালী জাতির প্রাপ্তির দিন, পদ্মা সেতু আমাদের ভাষায় প্রকাশ করার মত না-এমপি খোকা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২৫ জুন, ২০২২

আজ বাঙ্গালী জাতির প্রাপ্তির দিন, পদ্মা সেতু আমাদের ভাষায় প্রকাশ করার মত না-এমপি খোকা


আজ বাঙ্গালী জাতির প্রাপ্তির দিন, পদ্মা সেতু আমাদের ভাষায় প্রকাশ করার মত না-এমপি খোকা  



সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, আজ বক্তব্য দেয়ার দিন না। আজকের দিন বাঙালি জাতির প্রাপ্তির দিন। পদ্মা সেতু আমাদের ভাষায় প্রকাশ করার মত না। এক সময় অনেক চক্রান্ত হয়েছে যেন পদ্মা সেতু না হয়।


শনিবার পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


তিনি বলেন, সততা ও দৃঢ়তার মাধ্যমে যে সবকিছু অর্জন করা যায় তা প্রমাণ করে দিয়েছেন আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এ প্রকল্পে শ্রমিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পর্যন্ত যারাই সম্পৃক্ত ছিলেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


তিনি বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি কারণ আল্লাহ এমন মহান ব্যক্তিকে বাংলার মাটিতে প্রেরণ করেছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের আগামী প্রজন্ম এখন আরও ভালো কিছু করার জন্য স্বপ্ন দেখতে পারছি। জাতির জনকের নেতৃত্বে যে সকল মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন তাদেরও শ্রদ্ধা জানাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭