রূপগঞ্জে অজ্ঞাত যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্বার
মোঃ মোয়াশেল ভূঁইয়া:-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া নামা বাজারের পরিত্যাক্ত ঘরের কক্ষ থেকে অজ্ঞাত যুবতীর (২৪) মাথা থেতলানো অর্ধনগ্ন লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ২০ জুলাই বুধবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ যুবতীর এ লাশ উদ্বার করে।
রূপগঞ্জ থানার এস আই পংকজ কান্তি সরকার জানান, মুড়াপাড়া নামা বাজার শীতলক্ষ্যা নদীর পাড় হাজী মোঃ জাফর আলী ইঞ্জিনিয়ারিং এন্ড রিপিয়ারিং ডগইয়ার্ডের পাশে মঙ্গলখালী এলাকার আব্দুল আজিজ মিয়ার পরিত্যাক্ত ঘরে যুবতীর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্বার করে।
এসময় লাশের পাশ থেকে চিপসের খালি প্যাকেট, কোমল পানীয়র খালি বোতল ও যুবতীর মাথা থেতলানোর ব্যবহৃত ইট জব্দ করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর যুবতীকে হত্যা করা হয়েছে। লাশ উদ্বার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন