সোনারগাঁয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনিঃ-বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সনদ বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন