সোনারগাঁয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র্যাব-১১র অভিযানে ২০১ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ- কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বন্যাকান্দি সিরাজচর বাজার এলাকার মৃত মোসলেম এর ছেলে তাজুল ইসলাম (২৪)ও বরিশাল জেলার উজিরপুর থানার বোড়াকোঠা এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ইমরান (২৪)।এসময় তাদের কাছ থেকে ২০১ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজা উদ্ধার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন