রূপগঞ্জে রেস্টুরেন্ট কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-
রূপগঞ্জে জেএফসি হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্মচারী সোহেল (২৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইলে জেএফসি হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্না ঘরের ভিতরে কর্মচারীর শয়ন কক্ষ থেকে রশি ও গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেন ভূলতা পুলিশ ফাঁড়ির এসআই অলিউল্লাহ।
নিহত সোহেল হলেন, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চনমাদালীয়া এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে। বর্তমানে সে রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় ভাড়া থাকতেন।
ভূলতা পুলিশ ফাঁড়ির এসআই অলিউল্লাহ জানান, গত (২৬ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে জেএফসি হোটেল এন্ড রেস্টুরেন্টের রান্না ঘরের পাশে থাকা শয়ন কক্ষে ঘুমানোর জন্য যায় কর্মচারী সোহেল।
বুধবার (২৭ জুলাই) সকাল ৬টার দিকে সহকর্মীরা তার রুমে এসে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে সোহেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ভূলতা পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন