সোনারগাঁয়ে শিল্প কারখানায় অগ্নিকান্ড, আহত- ৬
আজকের সংবাদ ডেস্কঃ-নারায়নগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৪ জুলাই) সকাল ৭টা ৪০মিনিটে উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনা এই সময় ৬ শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।
সরেজমিনে জানতে চাইলে মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান,সকাল পৌনে ৮ টার দিকে সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের সূত্রপাতের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন।তবে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির কোন তথ্য এখনি পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন