সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ঢাকা জেলা সম্মেলন-২০২২ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ- সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ঢাকা জেলা সম্মেলন-২০২২ অদ্য ২৯ জুলাই শুক্রবার রাজধানীর মিল্কি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ঢাকা জেলার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: অহিদ উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ।
সম্মেলন উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সুযোগ্য সন্তান ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট নাভানা আক্তার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা মজুমদার, ভাইস-চেয়ারম্যান গাজী আলিম আল রাজি, সহকারি নির্বাহী পরিচালক রাজন রেজা তানিম, শিক্ষা পরিচাল এম সবুজ পাটোয়ারী, আলোর পরিচালক সাইদুর রহমান সিড, স্বাস্থ্য পরিচালক ডাক্তার আবুল কালাম মোঃ ইউসুফ শিবলী, সহকারী স্বাস্থ্য পরিচালক আবু হাসান, ইন্টারন্যাশনাল কর্পোরেট পরিচালক সুজন ঢালী, সহকারি ইন্টারন্যাশনাল পরিচালক সাইফুল ইসলাম সাইফ, সাংগঠনিক পরিচালক জয়নুল আবেদীন সোয়াত , সহপ্রচার পরিচালক সাইফুল ইসলাম মজুমদার, সরকারি অফিস পরিচালক কামরুল হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সোনারগাঁ উপজেলার সভাপতি গরীবের উকিল নামে খ্যাত এডভোকেট মো: ফিরোজ মিয়া, বন্দর উপজেলার সভাপতি এডভোকেট শেখ মো: জসিম উদ্দিন, আড়াইহাজার উপজেলার সভাপতি এডভোকেট মো: শাহ পরান, নারায়ণগন্জ জেলার সদস্য এডভোকেট মো: ফায়েজ প্রমুখ।
সংগঠনের জনকল্যাণমুখী ও বঞ্চিত শিশুশিক্ষা কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি বলেন-পরিশ্রম ও সাধনা যে মানুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, সমগ্র বিশ্বে তার উদাহরণ ছড়িয়ে আছে। আজকের সংগ্রামী শিশুরা একদিন সফল মানুষ হবে। আর সে জন্য শুধু বস্তুগত উন্নয়ন হলেই চলবে না, গড়তে হবে মানবিক রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে এর বিকল্প নেই।’
সেভ দ্য ফিউচারের ঢাকা জেলা সম্মেলনে ঢাকার ৫ টিম লিডার কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। আলো ব্লাড ডোনার (আলো সম্পাদক) দের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং মানবতার সেবায় অবদান রাখার জন্য ঢাকা জেলার টিম প্রধানদেরকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন