দুঃস্থ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণে এমপি খোকা
সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌরসভার পৌর মিলনায়তনে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
এসময় এমপি খোকা বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,প্রতিবন্ধি ভাতাসহ ভিজিজি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।
সোনারগাঁ পৌরসভার সচিব সামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উল্লেখ্য, এদিন পৌরসভার ৯ টি ওয়ার্ডে হতদরিদ্র ও অসহায় ৩০৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন