রূপগঞ্জের তারাবো পৌরসভার বাজেট ঘোষণা
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ১৪৭ কোটি ৪ লাখ ৬ শত ৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অধিবেশনে ১৪৭ কোটি ৪ লাখ ৬ শত ৭১ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ব্যয় ১৩৭ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা ও উদ্বৃত্ব ৯ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ৬ শত ৭১ টাকা ধরা হয়েছে। আজ ২১ জুলাই বৃহস্পতিবার তারাবো পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র হাসিনা গাজী।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সচিব তাজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া মোল্লা, কাউন্সিলর রাসেল শিকদার, লায়লা পারভীন, আওয়ামীলীগ নেতা ফিরোজ ভুঁইয়া প্রমুখ।
জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের উন্নয়ন, রাস্তা, কালভার্ট, ড্রেন, খাল খনন সংস্কার ও নির্মাণ, পানি সরবরাহ, মসজিদ-মন্দির, কবরস্থানসহ সার্বিক উন্নয়নের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে এ বাজেটে বরাদ্দ ধরা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন