সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সাপ্তাহ শুরু
সোনারগাঁ প্রতিনিধিঃ-জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার।
শনিবার(২৩শে জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জেসমীন আক্তার বলেন “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত উপজেলায় জাতীয় মৎস্য সাপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।কর্মসূচির মধ্যে উপজেলায় মাইকিং এর মাধ্যমে ব্যপক প্রচারণা,বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্ত করণ,উদ্বোধনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ,প্রাম্ভিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়,মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা।
এছাড়াও তিনি মৎস্য সম্পদ রক্ষার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ অব্যাহত রেখেছেন বলে জানান ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নুর নবী জনি,সোনারগাঁ প্রেস ইউনিটির সভাপতি সাংবাদিক ফরিদ হোসেন,ফারুক প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন