সোনারগাঁয়ে জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার মাঠ পরিদর্শনে দাতা সংস্থার প্রতিনিধিগন
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
গ্লোবাল লেবার প্রোগ্রাম (GLP) এর মাধ্যমে নারায়ণগঞ্জে ৫টি উপজেলায় জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা ইনফরমাল ওয়ার্কারদের নিয়ে কাজ শুরু করেন এরই মধ্যে ৫০০০ ইনফরমাল ওয়ার্কারদের ডাটা সংগ্রহ করে তাদের
থেকে ৩০ জন বিভিন্ন সেক্টর হতে বাছাই করে মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে ইমেইল,হোয়াটসঅ্যাপ গ্রুপ কল ইমু গুগল ভাইভার সহ প্রশিক্ষণ দিয়ে ইনফরমাল ওয়ার্কাররা তাদের ন্যায্য দাবীর জন্য সরকারের বিভিন্ন দপ্তর/ আইন সহায়তা কারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের অধিকার গুলো ফিরে পেতে পারে এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি বাড়ানো
ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সহযোগিতা নিয়ে নিজেরা উদ্যাক্তা হতে পারে সে ব্যপারে সহযোগিতা করা হয়।
এবিষয়ে বিভিন্ন দেশের দাতা সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন কারখানা পরিদর্শন করেন যেমন লেডিস ব্যগ, স্কল ব্যগ,চানাচুর চিপস, নিমকি ফেক্টরি।
এসময় উপস্থিত ছিলেন দাতা সংস্থা গ্লোবাল লেবার প্রোগ্রাম (GLP) মাঠ পরিদর্শনে যান ইন্দিরা সাউথ এশিয়া কো-অর্ডিনেটর হংকং সিজিতি রিসার্চার এন্ড এডভোকেসী টিম প্রঞ্জা ইউকে Siji chacko এস আর ম্যানেজার (ইন্ডিয়া) আবু মারুফ ডেপুটি ম্যানেজার (ইন্ডিয়া),জাহানারা আক্তার নির্বাহী পরিচালক জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থা মোঃবাহাউদ্দিন জাকারিয়া কনসালটেন্ট প্রঞ্জা বাংলাদেশে গোলাম মোরশেদ প্রোগ্রাম অফিসার প্রঞ্জা বাংলাদেশ মোঃ সাদেকুল ইসলাম কো-অর্ডিনেটর জে এসএসকেএস মোঃ মনির হোসেন কো-অর্ডিনেটর ফারজানা আক্তার, আয়েশা আক্তার, রাইসুল ইসলাম দিপু, আলামিন, রুনা,মনিরা প্রমুখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন