নির্বাচন কমিশন এর সাথে সংলাপে আরপিও সংশোধনীতে জাতীয় পার্টির প্রস্তাবনা
আজকের সংবাদ ডেস্কঃ-নির্বাচন কমিশনের সাথে সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) তে সংশোধনী প্রস্তাব প্রদান করা হয়েছে।
রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এ প্রস্তাবনা তুলে ধরা হয়।
প্রস্তাবনা নিন্মরুপ-
১.নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে কর্মরত সকল পর্যায়ের কর্মচারীগণ নির্বাচন সংক্রান্ত কমিশনের কোন নির্দেশ অমান্য করিলে কমিশন সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ না করে নিজস্ব ক্ষমতাবলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় আইন করতে হবে।
২.নির্বাচনী খরচ বাবদ একজন প্রার্থীর ২৫ লক্ষ টাকা পরিবর্তন করে ৫০ লক্ষ টাকা করতে হবে।
৩.ইউটিলিটিস বিল, ক্রেডিট কার্ড-এর বিলের জন্য প্রার্থীতা বাতিলের যে বিধান বর্তমানে বহাল আছে তা বাতিল করতে হবে।
৪.সরকারী কর্মচারীগণ অবসরের যাওয়ার পরে সরকারের মালিকানাধীন,আংশিক মালিকানাধীন, স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানসমূহে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দলে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি,এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা,ফখরুল ইমাম এমপি,মীর আব্দুস সবুর আসুদ,শফিকুল ইসলাম সেন্টু,এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূইয়া,লিয়াকত হোসেন খোকা এমপি,জহিরুল ইসলাম জহির,মোস্তফা আল মাহমুদ,ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন