সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ডাকাত গ্রেফতার
আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে শীর্ষ দুই ডাকাত কবির(৪০) ও সুজন(২৭) ইয়াবাসহ গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা ইসলামপুর পাওয়ার হাউজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী কবির হোসেন ইসলামপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ও ডাকাত সুজন একই গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে। এসময় তাদের কাছ থেকে ১৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম জানান,গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত কবির ও সুজনকে মাদক সহ আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি,মাদক ও অস্ত্র মামলা রয়েছে।আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন