র্যাব-১১র অভিযানে সোনারগাঁয়ে ২ অপহরণকারী গ্রেফতার,ভিকটিম উদ্ধার
সোনারগাঁ প্রতিনিধিঃ-র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিপণের ১,৯৯,০০০/- টাকাসহ ২ অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
বুধবার(৬ জুলাই)রাতে সোনারগাঁ থানার সোনাপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপহরণকারীরা হলোঃ-জামান (৩৪) ও সাদেকুর (২২)।
র্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,আসমা আক্তার নামে এক নারী র্যাব-১১ বরাবর একটি অভিযোগ করেন যে, গতকাল তার স্বামী ভিকটিম
ইসমাইল (৪০) কে একটি প্রতারক চক্র গরু বিক্রয়ের কথা বলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর মধ্যপাড়া এলাকায় নিয়ে তাদের ভাড়া বাড়িতে আটকে রেখে মোটা
অংকের মুক্তিপণ দাবি করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১ কর্তৃক গোয়েন্দা নজরদারী ও
গোপন অনুসন্ধানে গতকাল বিকেলে সোনারগাঁ থানার সোনাপুর মধ্যপাড়া এলাকায়
অভিযান চালিয়ে জামান ও সাদেকুর নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করে এবং উক্ত স্থানে হাত-পা বাধা অবস্থায় ভিকটিম ইসমাইল কে উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভিকটিমকে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ৫,০০,০০০/- টাকা মুক্তিপণ দাবি করেতারা।
গ্রেফতারকৃত আসামী জামান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার সাদিপুর এলাকার মোঃ কাদির এর ছেলে ও অপর আসামী সাদেকুর (২২) একই এলাকার আঃআলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন