সোনারগাঁ সিটি প্রেস ক্লাবের কমিটি গঠণ,সভাপতি অনিক সাঃ সম্পাদক নুর নবী জনি
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের নিয়ে সোনারগাঁ সিটি প্রেস ক্লাব নামের একটি সাংবাদিক সংগঠণের নতুন কমিটি গঠণ করা হয়েছে। আজ ৮জুলাই শুক্রবার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত এনএফসি রেস্টুরেন্টে এক সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বিজয় টেলিভিশনের প্রতিনিধি মোঃ দ্বীন ইসলাম অনিক সভাপতি ও জনবানী পত্রিকার প্রতিনিধি নুরনবী জনিকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়।
এর আগে গত ৪জুলাই আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো।
কমিটিতে অন্যান্য পদে আছেন,সিনিয়র সহ-সভাপতি মামুন মোল্লা-মাইটিভি,সহ-সভাপতি শহিদুল্লাহ রাসেল-জাগো নাঃগঞ্জ ,সাংগঠনিক হাবিবুর রহমান-চ্যানেল-এস,যুগ্ম-সম্পাদক-১ দ্বীনইসলাম হিরা-ডান্ডিবার্তা,যুগ্ম সম্পাদক-২ রাশেদুল হাসান অভি-৭১বাংলা টিভি, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম-দৈনিক দেশরত্ন,অর্থ সম্পাদক সুমন হাসান-সংবাদ মোহনা,প্রচার সম্পাদক মোঃ মিঠু আহম্মেদ-বাংলাদেশ সমাচার,দপ্তর সম্পাদক-মীমরাজ হোসেন-দৈনিক বাংলার চোখ,আইন বিষয়ক সম্পাদক এড.ফিরোজ আহম্মেদ,ক্রীড়া সম্পাদক কাউসারুল মামুন রাজু,সাংস্কৃতিক সম্পাদক লিটন বিশ্বাস-সিএনএন বাংলা টিভি,সহ-প্রচার সম্পাদক আরিফ হোসেন-কাজী এগ্রো টিভি,ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ,দৈনিক দিন প্রতিদিন,কার্যকরী সদস্য আজমীর হোসেন-মোহনা টেলিভিশন,কার্যকরী সদস্য গৌতম-দীপ্ত টিভি,কার্যকরী সদস্য ফয়সাল আহম্মেদ-নয়া শতাব্দী,সদস্য জাহাঙ্গীর সিকদার,সৈকত হোসেন,সাজ্জাদ হোসেন,রুবেল আহম্মেদ,সাজেদা আক্তার,সোলায়মান আহমেদ পাভেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন