আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঈদের দিন দুপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় কবির হোসেন নামের এক লম্পটকে গ্রেফতার করেছে তালতলা ফাঁড়ি পুলিশ।
ঈদের দিন দুপুরে উপজেলার জামপুর পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় লম্পট কবির হোসেনকে সন্ধায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লম্পট কবির হোসেন উপজেলার জামপুর পাকুন্ডা এলাকার আলী আহম্মেদের ছেলে।
জানাযায়, ঈদের দিন বেলা ৩ টায় অভিযুক্ত কবির হোসেন ৫ বছর বয়সী এক শিশুকে কোমল পানিয় কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে,এ ঘটনায় শিশুর পিতা তালতলা ফাঁড়ি পুলিশে অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কবির হোসেনকে গ্রেপ্তার করে।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির হোসেন রাব্বানী গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন