যানজট নিরসনে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের নতুন উদ্যোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২০ জুলাই, ২০২২

যানজট নিরসনে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের নতুন উদ্যোগ


যানজট নিরসনে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের নতুন উদ্যোগ


মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। এ উপলক্ষে বুধবার (২০ জুলাই) সকাল থেকে পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ শহরে চালু করেছে বাস বে। এতে করে যাত্রীরা নির্দিষ্ট স্থানে নিরাপদে উঠা-নামা করতে পারবে। পাশাপাশি শহরে কমে যাবে যানজট। 


এ প্রসঙ্গে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী জানান, আগে লিংক রোড থেকে বামে মোড় নিয়ে বাসগুলো চাষাড়া গোল চত্বরের ওপরেই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যাত্রী উঠা-নামা করত, এতে করে দীর্ঘ যানজট তৈরি হতো। বাস বে তে যাত্রী উঠা-নামা করবে এবং বাকি রাস্তা নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।এদিকে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারী ও যাত্রীরা বলেন, নারায়ণগঞ্জ শহরের অন্যতম সমস্যা যানজট। এর থেকে মুক্তি পেতে ট্রাফিক বিভাগের এমন উদ্যোগ ভালোই মনে হচ্ছে। বাস বে চালুর ফলে যানজট কমে যাবে বলে মনে হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭