কার্ফুদী ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করবেন এমপি খোকা
আজকের সংবাদ ডেস্কঃ-করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার বড় পরিসরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ঈদ জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানা গেছে, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত কার্ফুদী ঈদগাহে সকাল ৮টার প্রধান জামাতে নামাজ আদায় করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
এছাড়াও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ঈদের নামাজ আদায় করবেন মেঘনা শিল্পনগরী এলাকায়।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগ,জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যার যার এলাকার ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন