রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে শিশুর মৃত্যু - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১৩ জুলাই, ২০২২

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে শিশুর মৃত্যু


রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে শিশুর মৃত্যু


মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-

নারায়ণগঞ্জে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে আল আমিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার তারাবো পৌরসভার বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আল আমিন মঙ্গলবার বিকেলে পরিবারের সাথে খালাতো ভাই কামালের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেন। বুধবার সকাল ১০টার দিকে তাদের সঙ্গে বরযাত্রী যাওয়ার কথা ছিল তার।


এ কারণে সকাল ৮টার দিকে সে হলুদ মাখামাখি করে বাড়ির পাশে  শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়।


পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলামীন বরিশালের মেহেদীগঞ্জ থানাধীন জাঙ্গালীয়া এলাকার কামাল হোসেনের ছেলে।


রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭