চাঁদাবাজি,জাল টাকা রোধে পুলিশের কঠিন নজরদারি থাকবে-- ওসি হাফিজুর রহমান
আজকের সংবাদ ডেস্কঃ আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের প্রতিটি হাটে জাল টাকা রোধে বিশেষ নজরদারি করবে সোনারগাঁ থানা পুলিশ।
এছাড়া মহাসড়কে পশু বহনকারী ট্রাকে কোনো ধরনের চাঁদাবাজি বা রশি টানাটানি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোনবার (৩রা জুলাই) আসন্ন ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে আজকের সংবাদ ডট কমের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম।
তিনি জানান, পুরো উপজেলায় আমাদের সাদা পোশাকে বিশেষ নিরাপত্তা টিম থাকবে।
ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। এছাড়াও চাঁদাবাজ, ছিনতাইকারী, জাল টাকা সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স তো থাকছেই।
তিনি বলেন, ঈদের নামাজেও বিশেষ নিরাপত্তা থাকবে পুলিশের। কেন্দ্রীয় ঈদগাহসহ সকল ঈদগাহে পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত কোনো শঙ্কা বা হুমকি নেই। তবে পুলিশ সতর্ক রয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন