সোনারগাঁয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
নারায়ণগঞ্জ(সোনারগাঁ)প্রতিনিধিঃ- ২০০৫ সালের ১৭ই আগষ্ট বিএনপি জামাত জোটের নেতৃত্বে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা যুবলীগের আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারণ সম্পাদক আলী হায়দার,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,কামাল হোসেন,পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম,সাধারণ সম্পাদক ফাইজুল হাসান বাবু,সাদিপুর ইউপি যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সনমান্দী ইউপি যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী,কাচঁপুর ইউপি যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, বৈদ্দেরবাজার ইউপি সভাপতি নবী হোসেন,বারদী ইউপি যুবলীগের সহ সভাপতি আসাদুজ্জামান, যুবলীগ নেতা আরমান মেরাজ প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন