রূপগঞ্জে পুলিশের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মোঃ মোয়াশেল ভূঁইয়া
রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সোমবার (১ জুলাই) ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। রূপগঞ্জ থানা ভবনের আশপাশসহ রূপগঞ্জ-কালিগঞ্জ ও রূপগঞ্জ-ডেমরা সড়কে এ বৃক্ষরোপন করা হয়।
থানা ভবন মিলনায়তনে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ।
সভায় বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, শায়লা শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন প্রমুখ।
পরে বৃক্ষ রোপন, থানা ভবন মিলনায়তন উদ্বোধন ও গত মাসে ডেঙ্গু জ¦রে আকান্ত্র হয়ে মৃত্যু হওয়া রূপগঞ্জ থানার এএসআই সাজ্জাদ হোসেনের পরিবারের মাঝে অটোরিক্সা বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন