সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল উদ্ধার
আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৫২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক তল্লাশী করে ওই ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ নবীর হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম কাঁচপুর এলাকায় অবস্থান নেয় এসময় পুলিশ ঢাকাগামী ঢাকা মেট্রো-ট ২৪-৩৪৪৬ ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি রেখেই চালক ও হেলপার দৌঁড়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সংঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন