২১ বছর পলাতক থাকার পর র্যাবের জালে অস্ত্রধারী সন্ত্রাসী জামাল
আজকের সংবাদ ডেস্কঃ-১৭ বছরের কারাদন্ডে দন্ডিত অস্ত্রধারী সন্ত্রাসী জামাল হোসেন দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর র্যাব-১১ হাতে গ্রেফতার।
বুধবার (১০ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি রায়পুরা এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসী জামাল হোসেন (৫০), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার গঙ্গানগর গ্রামের দাদন মিয়ার ছেলে।সে দীর্ঘ ২১ বছর ধরে পলাতক ছিলো।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী। উক্ত সন্ত্রাসীর বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় ১৮৭৮ আইনে একটি মামলা দায়ের হয় যার মামলা নং-১৮(১২) ০১। আসামীর স্বীকারোক্তি মতে, পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী হতে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি
স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং বিগত দীর্ঘ ২১ বছর সে উক্ত মামলায় পলাতক ছিলো। উক্ত আসামীর বিরুদ্ধে ১৮৭৮ এর ১৯অ এবং ১৯ (ঋ) ধারা পৃথকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে বিজ্ঞ আদালত তাকে মোট ১৭ বছর কারাদন্ড প্রদান করেন। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁ ও গজারিয়া থানায় পৃথক দুইটি মাদক
মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন