শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার মাসুমের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
নিজস্ব প্রতিবেদকঃ- মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে তাঁকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এক বার্তায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুুক্তিযোদ্ধা শেখ কামাল তিনি ১৯৪৯ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। সেদিন শেখ কামালও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শহীদ হন। আজকের এই বিশেষ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ কামাল সহ ১৫ আগস্টের রাতে শহীদ হওয়া সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন