বন্দরে এসআই জামিলের বিরুদ্ধে বৃদ্ধ মনু মিয়া ও তার মেয়েকে শারিরীক নির্যাতনের অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ৩ আগস্ট, ২০২২

বন্দরে এসআই জামিলের বিরুদ্ধে বৃদ্ধ মনু মিয়া ও তার মেয়েকে শারিরীক নির্যাতনের অভিযোগ


বন্দরে এসআই জামিলের বিরুদ্ধে বৃদ্ধ মনু মিয়া ও তার মেয়েকে শারিরীক নির্যাতনের অভিযোগ


জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে নবী হোসেন নামের এক ব্যাক্তির পক্ষ নুয়ে বৃদ্ধ মনু মিয়ার জমি দখল ও শারিরীক নির্যাতনের অভিযোগ উঠেছে ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই জামিলের বিরুদ্ধে।


ভুক্তভোগী বৃদ্ধ মনু মিয়া জানান,গত শুক্রবার দুই দফা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ মনু মিয়া ও তার মেয়ে ময়না আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে জমিতে কাজ করতে নিষেধ করে এবং টাকা দাবী করে।এসময় মনু মিয়া ভয়ে এসআই জামিলকে নগদ টাকা দেয়ার পরেও তার কাজ চালিয়ে যাওয়ায় মনু মিয়া ও তার মেয়ে ময়নাকে শারিরীক ভাবে নির্যাতন করে মোবাইল ছিনিয়ে নেয়।


মনু মিয়া আরও জানান,মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর মৌজায় ২৬ শতাংশ জমি নামজারি করে প্রায় ৩২ বছর যাবত ভোগ দখল করে বসবাস করে আসছেন।কিছুদিন পূর্বে স্থানীয় নবী হোসেন নামের এক ব্যক্তি জোরপূর্বক তার জমি দখল করতে ধামগড় ফাঁড়ির এসআই জামিলের সহযোগিতা নেয়।

এ বিষয়ে অভিযুক্ত এসআই জামিল তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

নারায়ণগঞ্জ খ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান,এ বিষয়ে এসআই জামিলকে জিজ্ঞেস করেছি,সে জানিয়েছে সেখানে একটি জমিতে ১৪৫ ধারা জারীর বিষয়ে গিয়েছে।তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭