সিদ্ধিরগঞ্জে নারী পাচারকারী চক্রের ছয় সদস্য গ্রেফতার, তিন নারী উদ্ধার
পাভেলঃ-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। একই সাথে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারকালে পালিয়ে আসা এক নারীসহ তিনজনকে উদ্ধর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় র্যাব এই অভিযান পরিচালনা করে।
শুক্রবার(৫ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পাচারকারি চক্রটি গত পাঁচ বছর যাবত সিদ্ধিরগঞ্জের ইপিজেডের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাসহ অবহেলিত নারীদের টার্গেট করে বিদেশে পাচার করে আসছে। বিনা খরচে পার্শ্ববর্তী দেশ ভারতে ষাট হাজার টাকা বেতনে পার্লারের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়। পাচারের শিকার এমনই এক নারী পালিয়ে এসে বৃহস্পতিবার এ বিষয়ে র্যাব-১১ সদর দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ করেন। তার দেয়া তথ্য মতে রাতেই মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় পাঁচ নারীসহ মানব পাচারকারি চক্রের ছয় সদস্যকে। তাদের কাছ থেকে জব্দ করা হয় বিভিন্ন আলামত। অভিযানে পাচারের চেষ্টার সময় উদ্ধার করা হয় আরও দুই নারীকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন