সোনারগাঁয়ে আব্দুল বাছেদ নামে এক অটো-চালক নিখোঁজ
নারায়ণগঞ্জ(সোনারগাঁ) প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আব্দুল বাছেদ মিয়া (৫১) নামে এক অটো-চালক নিখোঁজ হয়েছে। বাছেদ মিয়া উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিষ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে। দুই দিনেও সন্ধান মেলেনি তার।
গত ৫ আগস্ট শুক্রবার বিকেলে আটো নিয়ে রাস্তায় বের হয়ে আর ফিরে আসেননি তিনি।এ ঘটনায় তার বড় ভাই আব্দুল হক মিয়া সোনারগাঁ থানায় জিডি করেন।
আব্দুল হক মিয়া জানান, গত শুক্রবার রাতে বাসায় ফিরেনি জানতে পেরে ওইদিন রাত ১০টায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে আশপাশের মানুষদের জানালে এমদাদ নামের একজন বলেন বিকালে টিপর্দী মধুমতী সিএনজি স্টেশনে তাকে দেখেছেন।পরের দিন শনিবার খোঁজ নিলে সিএনজি স্টেশনের সিসিটিভি ফুটেজে তাকে দেখা যায়। ওই দিন বিকেল ৫টার দিকে সে অজ্ঞাত ৩ জন যাত্রী নিয়ে অবস্থান করছিলো।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, জিডি পাওয়ার পর নিখোঁজ আব্দুল বাছেদ মিয়ার সন্ধানে কাজ করছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন