সোনারগাঁয়ে বঙ্গমাতার ৯২তম জন্মদিন পালিত
নারায়ণগঞ্জ (সোনারগাঁ)প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে আলাচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তৌহিদ এলাহির সভাপতিত্বে ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা“ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসেনর সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া,জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ শাখার চেয়ারম্যান এমপি পত্নী ডালিয়া লিয়াকত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
এছাড়াও আরও বক্তব্য রাখেন,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, নোয়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল।
এছারাও আরও উপস্থিতি ছিলেন,উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তারসহ সকল দপ্তরের কর্মকতারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন