রূপগঞ্জ থেকে চুরি হওয়া কন্টেইনার ভর্তি সয়াবিন তেলসহ বিভিন্ন মালামাল আখাউড়া থেকে উদ্ধার
মোঃ মোয়াশেল ভূঁইয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া এক কন্টেইনার বোঝাই সয়াবিন তেলসহ ২০ লাখ টাকার বিভিন্ন মালামাল ব্রাক্ষ্মবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত শাহিন নামে একজনকে আটক করেন তারা। সোমবার সকালে আখাউড়া থানাধীন ধরখার ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল হক জুরু মিয়ার বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, গত ১৬ আগষ্ট উপজেলার রুপসী সিটি মিল থেকে এক কন্টেইনার ভর্তি সয়াবিন তেল, সরিষার তেল, চা পাতা ও পানি নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয় চালক ও তার সহকারী। এরপর থেকে চালক সহকারীসহ এসব মালামাল নিখোঁজ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে রূপগঞ্জ থানা পুলিশ ব্রাক্ষ্মবাড়িয়ার আখাউড়া থানাধীন ধরখার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল হক জুরু মিয়ার বাড়ি থেকে ৫ হাজার লিটার সয়াবিন (তীর) তেলসহ অন্যান্য মালামাল জব্দ করেন। এসময় তেল চুরির সাথে জড়িত শাহিন খানকে আটক করেন তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন