বিশেষ শ্রেণীর ছাত্র ছাত্রীদের মাঝে এমপি খোকার হুইল চেয়ার বিতরণ
জনিঃ-নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন,মানব সেবার মাধ্যমেই মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়।পৃথিবীর সকল প্রাণী আল্লাহ পাকের সৃষ্টি। শারীরিক ভাবে সক্ষম হওয়ার পেছনে কারও গর্বের কিছু নেই।কারণ মহান আল্লাহ পাক একেক ভাবে একেক জনকে তৈরী করেছেন।তাই যার যার অবস্থান থেকে সমাজের বিশেষ শ্রেণির মানুষদের পাশে দাড়াতে হবে।
রোববার সোনারগাঁয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ শ্রেণীর ছাত্র ছাত্রীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কালে সাংসদ লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।
সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলত উর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন