ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার
মোঃ মোয়াশেল ভূঁইয়া
ফতুল্লায় দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে তাদের কে ফতুল্লা মডেল থানার শাসনগাও শিল্পনগীর বিসিকস্থ শাহী মসজিদের পেছনের গলি থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে দিয়ে দেশীয় তৈরি তিনটি রামদা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো সোহান (২০),আরিফ (১৮), রাব্বি (২০), রবিন (১৯),আরিফুর (১৯),সোহান-২ (১৮), শাহিন (১৯) ও মাজিদুল (২০)।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় বিসিক এলাকা থেকে পুলিশ কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন